মেয়েদের ঘরে বসে রোজগারের সেরা ৫টি উপায়
আপনারা হয়তো অনেকেই মেয়েদের ঘরে বসে ইনকামের উপায় খুজে পাচ্ছেন না। আজকের এই ডিজিটাল যুগে মেয়েদের ঘরে বসে ইনকামের অনেক উপায় রয়েছে। যেমন ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, সেলাই মেশিন, অনলাইন ব্যবসা, কনটেন্ট ক্রিয়েশন ইত্যাদি। মেয়েরা ঘরে বসে আয়ের মাধ্যমে পরিবারে আর্থিক সহযোগিতা যেমন বাড়ছে, তেমনি মেয়েদের আর্তবিস্বাসও বিদ্ধি পাচ্ছে। আজকের এই ব্লগে ঘরে বসে ইনকামের কিছু সহজ উপায় নিয়ে আলোচনা করা হবে। তাই সবাইকে ব্লগটি পড়ার অনুরোধ করা হোল।
আজকাল শিক্ষিত ও দক্ষ মহিলারা ঘরের কাজের পাশাপাশি রান্না, হস্তশিল্প, দর্জি, টিউশনের মাধ্যমে সফলতা অর্জন করছে। প্রিয় দর্শক আজকের এই ব্লগে মেয়েদের ঘরে বসে ইনকামের কিছু সহজ উপায় সম্পর্কে বলা হোল।
ভূমিকা ঃ
আজকের দিনে মেয়েদের ঘরের কাজ করার পরে অনেক সময় ফ্রী থাকে সেই অবসর সময়ে
মেয়েরা চাইলেই কাজে লাগিয়ে অনেক উপায়ে কাজ করে আয় করতে পারে। আজকের এই দিনে
মেয়েরা ঘরে বসে কাজ করার অনেক সুযোগ পাচ্ছে। ইন্টারনেট ও প্রযুক্তির সহজ লোভ্যতার
কারণে এখন ঘরে বসে মেয়েরা অনেক উপায়ে কাজ করে আয় করতে পারে। নিজের দক্ষতা,
সময় ও প্রছন্দ অনুযায়ী বেছে নেওয়া যায় কাজের অনেক ক্ষেত্র। অনলাইন জগতে রয়েছে
কাজের অসংখ্য দিক যেমন ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, ইত্যাদি। সঠিক দিক বেছে নিয়ে
কাজ করলে সফলতা আসবেই।
তাই বলা যায় আপনি যদি কাজ করে আয় করে সফলতা অর্জন করতে চান এবং আর্থিকভাবে
পরিবারের পাশে দাঁড়াতে চান। তাইলে এই ব্লগটি আপনার জন্য। এই ব্লগে মেয়েদের
ঘরে বসে রোজগারের সেরা ৫টি উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পেজ সূচিপত্র : মেয়েদের ঘরে বসে রোজগারের সেরা ৫টি উপায়
- ফ্রিল্যান্সিং করে ঘরে বসে রোজগার
- বাড়িতে গৃহপালিত পশু পালন করে রোজগার
- সেলাই মেশিনের কাজ করে রোজগার
- টিউশনি ,কোচিং করে ঘরে বসে রোজগার
- হোমমেইড বেইসড হ্যান্ডমেইড প্রোডাক্ট বিক্রি করে রোজগার
- গ্রাফিক ডিজাইন করে ঘরে বসে রোজগার
- ডাটা এন্ট্রি করে ঘরে বসে বসে রোজগার
- ভিডিও এডিটিং করে ঘরে বসে রোজগার
- বিউটি পার্লার খুলে ঘরে বসে রোজগার
- কনটেন্ট রাইটার বা আর্টিকেল লিখে রোজগার
ফ্রিল্যান্সিং করে ঘরে বসে রোজগার
বর্তমানে মেয়েদের ঘরে বসে আয় করার সবচেয়ে সহজ উপায় হল ফ্রিল্যান্সিং। কম্পিউটার
আর ইন্টারনেট থাকলেই এখন ঘরে বসে এই কাজ শুরু করা যায়। ফ্রিল্যান্সিংয়ের
মাধ্যমে কনটেন্ট রাইটিং,ভিডিও এডিটিং,ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট ইত্যাদি কাজ করা যায়। শুরুতে সামান্য দক্ষতা থাকলেই চলবে। ইউটিউব
বা অনলাইন কোর্স থেকে শিখা যায় খুব সহজে। সবচেয়ে বড় বিষয় হল, এটা সম্পূর্ণ
নিজের সময় অনুযায়ী ঘরে বসে কাজ করা যায়। তাই মেয়েরা আজ ঘরে বসেই হয়ে উঠছে আর্ত
নির্ভরশীল ও সফল ফ্রীলান্সার। ঘরের কাজ সামলিয়ে নিজের সুবিধামত সময় বেছে
নিয়ে মেয়েরা সহজেই এই কাজ করতে পারে।
ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাধীনভাবে মেয়েরা ঘরে বসে কাজ করতে পারে,
অফিসে যেতে হয় না। ঘরের কাজের পাসাপাসি ফ্রিল্যান্সিং করে মেয়েরা সহজেই স্বাবলম্বী হতে পারে।
বাড়িতে গৃহপালিত পশু পালন করে রোজগার
গ্রাম হোক বা শহর মেয়েরা আজ ঘরে বসেই বাড়িতে গৃহপালিত পশু পালন করে রোজগার করতে পারে যেমন গরু, ছাগল, হাঁস,মুরগি, কবুতর পালন করে শুরু করা যায়।
এগুলো থেকে দুধ, ডিম,মাংস, বাচ্চা বিক্রি করে আয় করা সম্ভব। কম খরছে ছোট
পরিসরে শুরু করে ধীরে ধীরে বড় করা যায়। সরকারী ট্রেনিং সেন্টার থেকে
বিনামুল্লে প্রশিক্ষন ও ঋণ সুবিধা পাওয়া যায়। স্থানীয় হাট বাজারে বা
অনলাইনে পণ্য বিক্রি করা যায় সহজে। মেয়েরা ঘরের কাজের পাসাপাসি এই কাজগুলো
সহজেই পালন করতে পারে। সঠিক যত্ন ও পরিচর্চা থাকলে লাভের পরিমাণ ও বেশি
হয়। এই কাজের মাধ্যমে পরিবারে আর্থিক সফলতা আসে।
সততা ধোর্য ও ভালো বাবস্থাপনার মাধ্যমে পশুপালন থেকে বড় সফলতা
আসে। গৃহপালিত পশু পালন করা লাভজনক হোমভিত্তিক ব্যবসা। পরিবারের সবাই মিলে এই কাজ করলে এই খাত থেকে ভালো আয় করা সম্ভব।
সেলাই মেশিনের কাজ করে রোজগার
সেলাই মেশিন চালিয়ে ঘরে বসে মেয়েরা কাজ করে সহজেই আয় করতে পারে। বাড়িতে একটা
সেলাই মেশিন থাকলেই আর কাজ জানা থাকলেই এই কাজ করে রোজগার করা সম্ভব। এখন মেয়েরা
ঘরে বসে ছোটখাটো কাপড় সেলাইয়ের পাশাপাশি ব্লাউজ, জামা পর্দা, কুশন
ছেলেদের শার্ট প্যান্ট ছোটদের পোশাক বানিয়ে আয় করতে পারে। কাস্টম ডিজাইন, অনলাইন
অর্ডার বা পাড়ায় পরিচিতদের কাছে থেকে কাজ আস্তে থাকে ধীরে ধীরে। বিভিন্ন সময়
স্কুল ড্রেস বা কোন অনুষ্ঠানের জামা বানানোর চাহিদা বাড়ে।ফেজবুক পেজ বা অনলাইন
মার্কেটপ্লেস ব্যবহার করে নিজের কাজ ছড়িয়ে দেওয়া হয় অনেক দূরে। চলতে চলতে
পরিচিতি বাড়ে এবং তার সাথে আয় ও বিদ্ধি পায়।
কম খরছে এই কাজটি শুরু করা যায় তাই এটি লাভজনক ও কম ঝুকিমুক্ত। চাইলেই বেসিক
ট্রেনিং করে নিজেকে আরও দক্ষ করে তোলা যায়। এই কাজ শুধু টাকা আয়ের মাধ্যম
নয় নিজের পরিচয় গড়ে তোলার মাধ্যম। একটি সেলাই মেশিন হতে পারে নারীর সপ্ন, সাহস
আর সাফল্যের সঙ্গী।
টিউশনি , কোচিং করে ঘরে বসে রোজগার
মেয়েদের ঘরে বসে সহজ উপায় হল টিউশনি ও কোচিং সেন্টার খুলে আয় করা। একটু
পড়ালেখা জানা থাকলেই ঘরে বসে শিক্ষাথীদের পড়িয়ে মাসে ভালো টাকা আয় করা
সম্ভব।বাসায় গিয়ে বা বাড়িতেই পড়ানোর মাধ্যমে আয় করা যায়। বর্তমানে অনলাইনে ও
জুম,গুগোল মিট ইত্যাদির মাধ্যমে ক্লাস করা যায় খুব সহজে। বর্তমান সময়ে শিক্ষকের
চাহিদা দিন দিন বেড়েই চলেছে।একজন শিক্ষক টিউশনি বা কোচিং করিয়ে মাসে অনেক টাকা
উপার্জন করছে। মধ্যবিত্ত পরিবারের অনেক স্টুডেন্ট টিউশনি করিয়ে নিজের হাত খরছ
চালায়। ইদানীং বাসায় গিয়ে পড়ানোর ক্ষেত্রে অবিভাবকরা মেয়েদের বেশি চাহিদা
করে।
তাই বলা যায় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে মেয়েরা এখন বই,নোটস, গাইড, অনলাইন কোর্স
করিয়ে খুব সহজেই আয় করছে। তাছারাও কয়েকজন মেয়ে মিলে গ্রুপ করে কোচিং বা
টিউশনি সেন্টার খুলে আয় করতে পারে। এটি শুধু আয়ের মাধ্যম নয় অন্যদের জীবন গঠনে
অবদান রাখার একটি পথ।
হোমমেইড বেইসড হ্যান্ডমেইড প্রোডাক্ট বিক্রি করে রোজগার
বর্তমান সময়ে মেয়ারা এখন ঘরে বসেই হ্যান্ডমেইড প্রোডাক্ট বিক্রি কোরেই ভালো
রোজগার করতে পারছে। বর্তমান সময়ে হোমমেইড বেইসড হ্যান্ডমেইড প্রোডাক্টের
চাহিদা অনেক বেশি। চকলেট, পিঠা, কেক, মোমবাতি, সাবান, গিফট ইত্যাদি পণ্য ঘরে
বসে তৈরি করে আয় করা যায় সহজে। তাছাড়াও মেয়েরা এখন ঘরে বসে নিজের হাতে হাড়ি
পাতিল, থালা বাসন, গহন , ব্যাগ, কুশন কভার, পুতুল, বাচ্চাদের খেলনা সহ নানা রকমের
জিনিস তৈরি করে আয় করছে। সরকারী বেসরকারি ট্রেনিং সেন্টারে এসব প্রোডাক্ট
বানানোর প্রশিক্ষন দেওয়া হয়। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এসব পণ্য তৈরি করে
মাসে অনেক টাকা আয় করা যায়। মেয়েরা নিজের পরিবার সামলিয়ে এসব কাজ করতে পারে।
একজন মেয়ে চাইলেই ঘরের কাজের পাশাপাশি এসব কাজ করে আয় করতে পারে সহজে। কম
পুঁজি দিয়ে এসব বাবসা শুরু করা যায় তাই লাভের পরিমাণ বেশি। অনলাইনের মাধ্যমেও এসব
পণ্য বিক্রি করা যায় সহজে। একজন মেয়ের ঘরে বসে রোজগার করার জন্য এই কাজ খুব
গুরুত্বপূর্ণ।
গ্রাফিক ডিজাইন করে ঘরে বসে রোজগার
বর্তমান সময়ে মেয়ারা এখন ঘরে বসেই গ্রাফিক ডিজাইন শিখে আয় করছে। বর্তমান সময়ে
গ্রাফিক ডিজাইন শিখে আয় করা অন্যতম স্মার্ট উপায়। এই কাজের জন্য সুধু দরকার একটা
ল্যাপটপ আর ইন্টারনেট সংযোগ। তাছারাও এখন হাতে থাকা স্মার্ট ফোন দিয়ে ইউটিউবের
মাধ্যমে এই কাজ গুলো শিখা যায় সহজে। এটি একটি স্বাধীন পেশা তাই মেয়েরা চাইলেই ঘরে
বসে এই কাজটি করতে পারে। এই কাজটি শিখে অন্যদের শিখানোর মাধ্যমেও আয় করা
সম্ভব। নিজের দক্ষতা কে কাজে লাগিয়ে মেয়েরা চাইলেই গ্রাফিক ডিজাইন শিখে
আয় করতে পারে।
আরও পড়ুন ঃ ডাটা এন্ট্রি করে ঘরে বসে বসে রোজগার
ডাটা এন্ট্রি করে ঘরে বসে বসে রোজগার
ডাটা এন্ট্রি হল ঘরে বসে আয় করার সহজ একটি মাধ্যম। এই কাজে মূলত বিভিন্ন তথ্য
টাইপ করা,ফরম পূরণ, এক্সেল বা গুগোল সিটে ডাটা বসানো হয়। যারা কম্পিউটার চালাতে
পারেন এবং হাতের স্পিড ভালো তারা সহজেই এই কাজ করতে পারেন। বিশেষ কোন ডিগ্রি না
থাকলেও এই কাজ শিখা বা শুরু করা যায় সহজে। প্রতিদিন দুই তিন ঘণ্টা কাজ করলেই ভালো
আয় করা যায়। অনেকে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডাটা এন্ট্রির কাজ পায়।
ঘরে বসে মেয়েরা নিরাপদে এই কাজটি করতে পারে। মেয়েরা যারা ঘরের কাজের পাশাপাশি আয়
করতে চান তাদের জন্য এই কাজটি সহজ মাধম।
ভিডিও এডিটিং করে ঘরে বসে রোজগার
আজকের দিনে ব্লগার, ইউটিউবার, ব্যান্ড সবাই চায় সুন্দর এডিট করা ভিডিও। সেই
চাহিদা পূরণ করছে ঘরে বসে দক্ষ এডিটররা। মেয়েরা চাইলেই ঘরে বসে এই স্কিল সিখে আয়
করতে পারে সহজে। শুধু দরকার একটি ল্যাপটপ আর কিছু সফটওয়্যার। প্রথমে ইউটিউব,
রিলস, ফেজবুক, টিকটক শর্টস এসব ছোট কাজ দিয়ে শুরু করা যায়। ভিডিও এডিটিংয়ের কাজ
শিখে নিজে ইউটিউব ফেজবুক এ পেজ খুলে আয় করতে পারে সহজে। মেয়েদের ঘরে বসে আয় করতে
এই কাজটি শিখতে পারে।
আরও পড়ুন ঃ বিউটি পার্লার খুলে ঘরে বসে রোজগার
বিউটি পার্লার খুলে ঘরে বসে রোজগার
বর্তমানে অনেক নারী নিজের বাসায় বিউটি পার্লার খুলে রোজগারের পথ বেছে নিয়েছেন। চুল কাটানো, ফেসিয়াল, মেকআপ, হেয়ার কালার,মেহেদি এসব পরিষেবার চাহিদা বেড়েই চলেছে। তাই নিজের বাড়ির একটা রুম সাজিয়ে এই কাজটি শুরু করা যায় অল্প খরছে। লোকাল পরিচিতি ও ভালো সার্ভিস পেলে কাস্টমার আসবেই। বিশেষ করে মেয়েরা চায় নিরাপদ ও পরিচিত পরিবেশে বিউটি সার্ভিস নিতে। বিউটি পার্লার খুলতে আগে বিউটি ট্রেনিং শিখতে হবে অনলাইন ফেজবুক বা ইউটিউবে সিখা যায় সহজে। মেয়েরা ঘরে বসে থেকে এই কাজটি করতে পারে।
কনটেন্ট রাইটার বা আর্টিকেল লিখে রোজগার
বর্তমানে মেয়েরা এখন ঘরে বসে আর্টিকেল লিখে আয় করতে পারছে। ইন্টারনেটের যুগে যারা ভালো লিখতে পারে তারা কনটেন্ট বা আর্টিকেল লিখে ঘরে বসে আয় করতে পারে। ব্লগ, ওয়েবসাইট, স্কিপ্ট, সোশাল মিডিয়া পোস্ট সবখানে দরকার ভালো লেখক। একজন কনটেন্ট রাইটার ঘরে বসে বাংলা বা ইংরেজিতে আর্টিকেল লিখে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। একটি ভালো মানের আর্টিকেল লিখতে কয়েক ঘণ্টা পরিশ্রম করলেই হয়। বিভিন্ন কোম্পানি বা ওয়েবসাইটে আর্টিকেল লিখার জন্য লোক নেওয়া হয়। মেয়েরা এই কাজটি বাড়িতে বসেই করতে পারে।
লেখকের মন্তব্য
আজকের এই ব্লগে আমরা মেয়েদের ঘরে বসে রোজগারের অনেক গুলো উপায় সম্পর্কে জানলাম।
বর্তমানে এখন মেয়েরা ঘরের কাজের পাশাপাশি বিভিন্ন রকমের কাজ করে আয় করছে নিজের পরিবারের পাসে দাঁড়াচ্ছে। আমার মতে গ্রামে যারা বসবাস করছে তারা গবাদি পশু হাস, মুরগি, গরু, ছাগল পালন করে আয় করতে পারে। তাছাড়াও ঘরে বসে আয়ের সবচেয়ে সহজ মাধ্যম হল ভিডিও এডিটিং করে আয় করা। আমি মনে করি একজন নারী চাইলেই ঘরে বসে নিজের ভাবনা, জ্ঞান,দক্ষতা, অভিজ্ঞতা দিয়ে অর্থ উপার্জন করতে পারে।
মুক্তা আইটিনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url